×

টার্মস এন্ড কন্ডিশন

সেবার শর্ত 


তথ্যের ব্যবহারের শর্ত:

ব্যবহারকারীর প্রস্তুতকৃত কোন তথ্যের উপর আইন সেবা মালিকানা দাবি করবে না। ব্যবহারকারী আইন সেবার প্ল্যাটফর্ম ব্যবহার করে যে সব তথ্য তৈরী বা সংযোজন করবে তা সেই ব্যবহারকারীকে সেবাদানের লক্ষ্যে বা সেবা উন্নয়নের জন্য ব্যবহার করতে পারে। ব্যবহারকারকারীর তথ্য তার অনুমতির বাহিরে কোথায় প্রকাশ করা হবেনা। তবে কোন আইন মানাতে গিয়ে যদি তা প্রকাশ করার বাধ্যবাধকতা থাকে তবে আইনের দিকনির্দেশনা অনুযায়ী তা

 প্রকাশ করা হবে। 


সাবস্ক্রিপশন ও মেম্বারশীপ

ব্যবহারকারীর সাবস্ক্রীপশন একাউন্ট বা মেম্বারশীপ বাতিল, স্থগিত বা সংকীর্ন ব্যবহারের সিদ্ধান্ত একান্তই আইন সেবার।  তবে বাতিল, স্থগিত বা সংকীর্ন করা হলে তা ব্যবহারকারীকে তার সর্বশেষ ইমেইল ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে।তবে যদি কোন পেইড কোন কারন না দেখিয়ে মেম্বারশীপ বাতিল করে তবে শর্ত সাপেক্ষে তা ফেরত দেয়া হবে। 


পরামর্শকের সাথে সম্পর্ক: 

ব্যবহারকারি যদি ব্যক্তিগতভাবে কোন পরামর্শকের সাথে যোগাযোগ করে এবং কোন তথ্য বা ফি আদানপ্রদান করে তাহলে তার দায়ভার আইন সেবা গ্রহন করবে না। 


রিফান্ড পলিসি: 

সেবা প্রদানের সময়  ক্ষেত্র অনুযায়ী   রিফান্ড পলিসি ব্যবহারকারিকে পাঠিয়ে দেয়া হবে  যদি কোন কারনে রিফান্ড পলিসি ব্যবহারকারি বা সেবা প্রদানকারীকে পাঠানো না হয় সেক্ষেত্রে  আপনি রিফান্ড পলিসি চেয়ে জেনে নিবেন। 


ডিসক্লেইমার:

আইন সেবার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য কোন আইনি পরামর্শ বা উপদেশ নয়। নানান বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সাধারনের জ্ঞান বিকশিত করার লক্ষ্যে প্রকাশিত হয়। কোন ব্যক্তি যদি কোন তথ্যকে আইনি উপদেশ হিসেবে গ্রহন বা ব্যবহার করেন তবে সেক্ষেত্রে নিজ দায়িত্বে ব্যবহার করবেন এবং আইন সেবা কোন ধরনের দায়ভার গ্রহন করবে না।