×

আমি শামসুন নাহার। আমার উদ্যোগ এর নাম Feliz।  Feliz একটি বিদেশি শব্দ, কিন্তু কাজ করছি দেশীয় পণ্য নিয়ে। নিজের কাজকে আন্তর্জাতিকমানের করে তৈরি করাই আমার উদ্দেশ্য। দেশীয় পণ্য নিয়ে কাজ করার স্বপ্ন ছোটবেলা থেকেই। দেশী পণ্যের জন্য ভালোবাসা এসেছে আড়ং থেকে। আমি আড়ং এর মতো বিভিন্ন ধরনের পণ্য বানাতে পছন্দ করি। আমি মূলত হাতের কাজের বিভিন্ন পণ্য বানাই।


grid-img202207301840251663476554.jpg





আমার চেষ্টা থাকে স্টিচগুলো গতানুগতিক না দিয়ে, একটু ভিন্নভাবে দেয়া। কারণ আমার কাজের জেনো একঘেয়েমি না লাগে। এছাড়া ব্লক, এম্ব্রোডারি আমার পণ্যের নকশায় নিয়ে এসেছি। আমার স্বপ্ন আমার উদ্যোকে আমি একটা ব্র‍্যান্ড হিসেবে দেখতে চাই। ২০১৬ সালের ডিসেম্বরে গড়ে তোলা আমার এই ছোট উদ্যোগ একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু মেলায় আমার পণ্য প্রদর্শন করতে পেরেছি,  আর এতে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। এই বছর আমি নিজের উদ্যোগ এর ট্রেড লাইসেন্স করাতে পেরেছি,  আর এতে মানসিক শান্তি লাভ করেছি কারণ নিজের উদ্যোগকে বৈধ করার মাঝে একটা আনন্দ আছে। অনেক সময় নানা ধরনের প্রতিকূলতা মাঝে নড়েবড়ে হয়ে গেলেও আবার নতুনভাবে নিজেকে উজ্জীবিত করে তুলতে চারপাশের সব কিছু থেকে প্রেরণা খুঁজে নেই। আর এভাবেই এগিয়ে যাচ্ছি  আমি।