×

ট্রেডলাইসেন্স হলো ব্যবসায়ের অনুমতিপত্র। অনলাইন হোক বা অফলাইন  যে কোন ব্যবসায় ট্রেডলাইসেন্স বাধ্যতামূলক। অনেকে ভাবেন যে ফেইজবুকে পেইজ খুলতে যেহেতু লাইসেন্স চায় না তাই ফেইজবুক প্ল্যাটফর্মে ব্যবসা করতে হয়ত লাইসেন্সের কোন প্রয়োজন নেই।ডিজিটাল কমার্স নীতিতে যেকোন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে যেকোন ব্যবসা পরিচালনায়  ট্রেডলাইসেন্সের কথা বলা আছে।লাইসেন্স ছাড়া কোন উদ্যোক্তা নিজেকে বৈধ ব্যবসায়ী দাবি করতে পরাবে না। ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে কোন ধরনের প্রণোদনা বা লোন পেতে লাগবে ট্রেডলাইসেন্স।এ ছাড়া বিভিন্ন মার্কেটপ্লেসে নিজেকে মার্চেন্ট হিসিবে যুক্ত হতে ও লাগবে ট্রেডলাইসেন্স। বর্তমানে  একজন  উদ্যোক্তা সহজেই ট্রেডলাইসেন্সে করতে পারেন।ট্রেডলাইসেন্স করতে নীচের বিষয়গুলো জানা জরুরী।

জায়গা নির্বাচন :

 সিটি কর্পোরেশন,  জেলা পরিষদ  বা ইউনিয়ন পরিষদ। আপনি যে জায়গায় অবস্থান করছেন বা যে জায়গা হতে ব্যবসা পরিচালনা করবেন সেই অনুযায়ী  ট্রেডলাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান নির্ভর করে।

ব্যবসার ধরন: 

ব্যবসার ধরনের উপরের নির্ভরকরে  প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও  ফি প্রদান করতে হয়। সাধারণত অনলাইন ব্যবসা হলে নিজের বাসার ঠিকানা ব্যবহার করা যায়। তাছাড়া আবাসিক এলাকার ঠিকানা হলে সব ধরনের ব্যবসার অনুমতি দেয়া হয় না। এলাকা  ও কর্তৃপক্ষের উপর এটি নির্ভর করে।

প্রয়োজনীয় কাগজপত্র: 

  • ফর্ম( অনলাইন)    NID ,    আবেদনকারীর পাসপোর্টসাইজ ছবি

  • কোম্পানী হলে AA, MOA    পার্টনারশীপ ফার্ম হলে চুক্তি

  • কারখানা/প্রতিষ্ঠান /কোম্পানি হলে পার্শ্ববর্তী স্থাপনা মালিকের অনাপত্তিপত্র

  • কারখানা/প্রতিষ্ঠান/ কোম্পানির স্থাপনা হলে নকশা 

  • প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অনাপত্তি পত্র 

  • হোল্ডিল ট্যাক্স /চুক্তিপত্র 

  • পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (ক্ষেত্রবিশেষে)

  • ফায়ার সার্ভিস লাইসেন্স  (ক্ষেত্রবিশেষে)

  • ক্ষেত্রবিশেষে আরো কিছু কাগজপত্র প্রয়োজন হতে পারে।


  • ট্রেডলাইসেন্স নবায়ন: 

ট্রেডলাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হয়। সাধারনত জুলাই হতে সেপ্টেম্বরের মধ্যে নবায়ন করে নিতে হয়। চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত ট্রেডলাইসেন্সের মেয়াদ থাকে। তাই ধরুন কোন ব্যক্তি যদি চলতি বছরের মার্চে লাইসেন্স করেছেন তাকে ঐ বছরের জুনের পর ট্রেডলাইসেন্স নবায়ন করতে হবে।নবায়ন ফি , নিবন্ধন ফি  এর সমান।

 অর্থ আইন ২০১৯ অনুযায়ী   ট্রেডলাইসেন্স নবায়নের সময় উৎস কর সংগ্রহ করা হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জন্য ৩০০০ টাকা।

অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য ২০০০ টাকা।

জেলা সদরে অবস্থিত পৌরসভা ১০০০ টাকা।

অন্য যেকোন পৌরসভা   ৫০০ টাকা।